
নিজস্ব প্রতিবেদক:
সোমবার সকাল ৮ টার দিকে পুঠিয়া পৌরসভার তারাপুর (গোপালহাটি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ভ্যান যাত্রী চারঘাট উপজেলার হলিদাগাছী এলাকার বাচ্চুর স্ত্রী মাজেদা বেগম (৪৫)
এ ঘটনায় আহত হয়েছেন চার্জার ভ্যান চালক মোঃ রসুল ( ৩০), পিতা আঃ রশিদ, সাং-তারাপুর, ভ্যানের আরোহী জিম (১৮) পিতা মোঃ বেলাল, সাং-দৈপাড়া, উভয় থানা- পুঠিয়া জেলা- রাজশাহী, এবং মোঃ আলমগীর (৩৬), পিতা-মজিবুর রহমান সাং- কুমারপাড়া, থানা- শাহমখদুম, জেলা- রাজশাহী
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, রাজশাহী টু নাটোরগামী যাত্রীবাহী বিআরটিসি বাস যার রেজিস্ট্রেশন নাম্বার (ঢাকা মেট্রো-ব ১৫-৫৪৪৩) নিয়ন্ত্রণ হারিয়ে একই দিক থেকে আসা চার্জার ভ্যান কে ধাক্কা দিলে ভ্যানের চালকসহ আরোহীরা সড়কে ছিটকে পড়ে যায়, পরে বাসটি সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা দিয়ে চালক ও হেলপার পালিয়ে যায়।
এতে গুরতর আহত হয়ে ভ্যানের আরোহী মাজেদা বেগম (৪৫), ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং ভ্যান চালকসহ আরোহীরা আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এ বিষয়ে আরো জান পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, নিহতের পরিবারের পক্ষ থেকে চাইলে মামলা হবে। না হলে পবা হাইওয়ে থানা বাদি হয়ে মামলা করা হবে।